Bride Registration Form

    পাত্রী রেজিষ্ট্রেশন ফরম

    আসসালামু আলাইকুম।
    মুহতারাম—মুহতারামা, আমাদের রেজিষ্ট্রেশন ফরম পূরণ করার পূর্বে অবশ্যই আপনি "আমাদের শর্তাবলি ও কাজের পদ্ধতি" পড়ে নিবেন।

    রেজিষ্ট্রেশন করলে যে সেবাসমূহ পাবেন :
    ১. যে-কোন পাত্রীর সাথে আমাদের ওয়েবসাইট বা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এক্ষেত্রে আমাদের পরবর্তী কোন ফিঃ দিতে হবে না।

    ২. আপনি চাইলে আমাদের ৭১ হাজার (+) ফলোয়ার এর পেইজ “Al-Yaqeen Marriage Media” ও আমাদের গ্রুপে সিরিয়ালি আপনার সংক্ষিপ্ত বায়োডাটা দিয়ে পোস্ট করা হবে। আপনি পোস্ট করতে না চাইলে ‘গোপন’ রাখা হবে।

    ৩. রেজিষ্ট্রেশন করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ‘আপনার বায়োডাটা’ যুক্ত করতে পারবেন।
    এই ফরমটি পূরণ করে “জমা–submit” দেয়ার পরে আমাদেরকে জানাবেন। আমরা আপনার রেজিষ্ট্রেশন আইডি ও ওয়েবসাইটে লগ ইন করার জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড দিবো। ইন শা আল্লাহ।
    𝌆 বিশেষ শর্তাবলি :
    ১. পাঁচ ওয়াক্ত নামাজী হতে হবে।
    ২. পর্দানশীন হতে হবে
    ৩. বোরকার সাথে হিযাব নিকাব পরিধানকারী হতে হবে।
    বি. দ্র : দ্বীনে ফেরা প্রাকটিসিং মুসলিমা পাত্রী —(যারা দ্বীনের বুঝ পাবার পরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ও পর্দার বিধান মেনে চলছেন) তারা আবেদন করতে পারবেন।


    ※ প্রিয় দ্বীনি বোন! মনে রাখতে হবে যে, এ বায়োডাটাটি আপনার মৌলিক পরিচায়ক। কেননা এটা কোন সংযোজন বিয়োজন তথা কোন পরিমার্জন ছাড়াই বিয়ের কাজে অনুমতি সাপেক্ষ (প্রয়োজন অনুযায়ী) পাত্র পক্ষের নিকট প্রেরিত হবে। তাই আপনার নিজ উপস্থাপনায় শতভাগ সত্যতা, সাবলীলতা ও সৌন্দর্যমন্ডিতের আভা রাখা উচিত। বাংলায় বা ইংরেজিতে স্পষ্ট ও নির্ভূল বানানে লিখার চেষ্টা করুন, দরকার হলে অন্য কারো সহযোগিতা নিতে পারেন। বাংলিশ তথা ইংরেজি অক্ষরে বাংলা লেখা একটি আদর্শগত অপরাধ সুতারাং এভাবে লেখা পরিহার করুন।

    পাত্রী সম্পর্কিত তথ্য :















    *আপনি যে মাধ্যমে পড়াশোনা করেছেন : সাধারণ শিক্ষাহিফযুল কুরআন মাদরাসাকওমি মাদরাসাআলিয়া মাদরাসা



    পেশাগত তথ্য :








    দ্বীনি কার্যাবলি :





    *নফল আমল এর আমাল করা হয়? সালাতসাওমদরুদতাসবিহকরা হয় না






    পারিবারিক তথ্য :









    ঠিকানা :






    যেমন জীবনসঙ্গী আশা করেন :



    *বৈবাহিক অবস্থা : অবিবাহিতডিভোর্সডবিপত্নিকযেকোনো


    *গায়ের রঙ : উজ্জ্বল শ্যামলাশ্যামলাফর্সাউজ্জ্বল ফর্সাকালোযেকোনো


    *পারিবারিক অবস্থা : নিম্নবিত্তনিম্ন মধ্যবিত্তমধ্যবিত্তউচ্চ মধ্যবিত্তউচ্চবিত্তযেকোন





    সম্পদ, সামাজিক অবস্থা, সৌন্দর্য, দ্বীনদারীতা কোনটা সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে আপনি অগ্রাধীকার দেবেন? সম্পদসামাজিক অবস্থাসৌন্দর্যদ্বীনদারীতা

    অন্যান্য তথ্য :






    যোগাযোগ :







    এই রেজিষ্ট্রেশন ফরম 'SUBMIT-জমা' দেয়ার পরে, আমাদের রেজিষ্ট্রেশন হাদিয়া ফিঃ পাঠিয়ে 'আপনার রেজিষ্ট্রেশন কনফার্ম" করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আপনার রেজিষ্ট্রেশন আইডি নিতে হবে। তাছাড়া আপনার রেজিষ্ট্রেশন কনফার্ম করা হবে না।
    ➠পেশা : ইন্টার্ন ডাক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য চাকুরিজীবী বা পরিবার উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত হলে ৫৫০ টাকা বিকাশ/রকেট/নগদে প্রদান করতে হবে।
    ➠সাধারণ পাত্রী রেজিষ্ট্রেশন এর জন্য হাদিয়া ফিঃ ৩০০ টাকা বিকাশ/রকেট/নগদে প্রদান করতে হবে।
    ➠ আমাদের স্পেশাল সার্ভিস ফিঃ ৩০৫০৳
    আমাদের স্পেশাল সার্ভিসের বাড়তি সুবিধা সমুহ :
    ১. বিয়ে হবার পূর্ব পর্যন্ত আমাদের website এর Home Page "জনপ্রিয় বায়োডাটা ক্যাটাগরিতে" বায়োডাটা থাকবে।
    ২. আমাদের সকল বায়োডাটার কাছে নোটিফিকেশনের মাধ্যমে আপনার বায়োডাটা পৌঁছে দেয়া হবে।
    ৩. আমেদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে পরামর্শ করে নেয়ার সুযোগ থাকবে।
    ৪. আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী পাত্র/পাত্রীর বায়োডাটা পাঠানোর চেষ্টা করে থাকি। ইন-শা-আল্লাহ

    ❑ রেজিষ্ট্রেশন হাদিয়া ফিঃ প্রদানের মাধ্যম : বিকাশ/নগদ : 01777900262 (পারশোনাল)
    রকেট : 017779002620 (পারশোনাল)

    রেজিষ্ট্রেশন হাদিয়া ফিঃ পাঠিয়ে যোগাযোগ করুন :
    ১. Inbox—01777900262 (WhatsApp) অথবা
    ২. Inbox—01777900262 (Telegram) অথবা
    ৩. Al-Yaqeen Marriage Media ফেইসবুক পেইজে মেসেজ দিন।

    SIGN INTO YOUR ACCOUNT

     
    ×
    FORGOT YOUR DETAILS?
    ×

    Go up