Media Gallery
Sorry !! There's no media found for the request !!
f201653
১৯৯৯
আলহামদুলিল্লাহ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়।
জি। আলহামদুলিল্লাহ আমি তাজবিদ অনুযায়ী শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারি।
হ্যা, আলহামদুলিল্লাহ মেনে চলা হয়।
হ্যা, আলহামদুলিল্লাহ।
না। এসব দেখা হয় না। আলহামদুলিল্লাহ।
আমি শান্ত স্বভাবের একটি মেয়ে, আলহামদুলিল্লাহ। কাউকে ভালবাসলে আল্লাহর জন্য ভালবাসি, নয়তো আল্লাহর জন্য তাকে নয় বরং তার কাজ কর্মকে ঘৃর্ণা করে চলি। তর্ক বিতর্ক খুবই অপছন্দ করি। হঠাৎ রেগে যাওয়া মানুষকে ভাল লাগেনা। ঝগড়াঝাঁটি করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে উপহাস করা,মানুষের সমালোচনা করা, চোগলখোরি করা, গীবত করা, ঠাট্টা বিদ্রূপ এবং মানুষের প্রতি ধারণা করা, নিজের কিংবা অন্যের যেকোনো জিনিস হারিয়ে গেলে অথবা ভেঙ্গে গেলে নষ্ট হয়ে গেলে,তারপর তার জন্য কাউকে দোষারুপ ও আফসোস, করা খুব খুবই অপছন্দ করি, আলহামদুলিল্লাহ । আমি আমার প্রতিটা কাজে ইসলামকে সব থেকে বেশি প্রধান্য দিয়ে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কোরআন আর সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে চাই, আমার ইচ্ছে একজন প্রকৃত দ্বীনদার হয়ে উঠা, ইন শা আল্লাহ। দ্বীনি বিষয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করা ও তা নিয়ে আমল করতে ভালো লাগে,,আলহামদুলিল্লাহ,।আমার একটাই লক্ষ্য মৃত্যুর আগ পর্যন্ত যেন দ্বীনের সঠিক পথে থাকতে পারি ইন শা আল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যেন দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারি,দুনিয়ার মোহ মায়া যেন আমার আখেরাত বিমুখ না বানাতে পারে ইন শা আল্লাহ। আল্লাহ আমাকে যেমন রাখেন আলহামদুলিল্লাহ তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। দুনিয়ার উপর আখেরাতকে প্রধান্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই এবং জান্নাতুল ফেরদৌসের স্বপ্ন দেখি আলহামদুলিল্লাহ, ইন শা আল্লাহ।
শায়েখ আহমাদুল্লাহ, শায়েখ ড.খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি হারুন ইজহার
কুরআন ও সুন্নাহ
আমি বোরকার সাথে হিযাব নিকাব ও হাত-পা মোজা পরিধান করি।
জি। আলহামদুলিল্লাহ
জি,আলহামদুলিল্লাহ।
—-
সাধারণ শিক্ষা
কাজী মুহাম্মদ শফিকুল ইসলাম ইউনিভার্সিটি, অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
NA
NA
ছাত্রী
NA
ব্যবসায়ী,ঔষুধের ফার্মেসি
সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষিকা
বোন নাই
১ জন
উচ্চ মধ্যবিত্ত
NA
NA
.
📌 বিশেষ কিছু জানাতে চাই: পাত্রী ইচ্ছে ও আকাঙ্কা দুনিয়াতে থেকে আল্লাহর সকল হুকুম আহকাম মেনে একটা জান্নাতী পরিবারের সুখ কিভাবে গঠন করা যায় তা নিয়ে ভাবা এবং সে অনুযায়ী দুজনে মিলে আমল করা এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করা ইন শা আল্লাহ। আল্লাহর দেয়া সকল হুকুম মেনে চললে ইন শা আল্লাহ দুনিয়াতে থেকেই পরিবারে জান্নাতি সুখ পাওয়া যায় তা পাত্রী মনে প্রাণে বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ। 📌 সন্তানদের নিয়ে কিছু ভাবনা: জেনারেল কিংবা মাদ্রাসা যে লাইনে পড়াশোনা করুক না কেন আমার ভবিষ্যৎ প্রজন্মকে মুসলিম উম্মাহর একজন প্রকৃত দ্বীনের দাঈ হিসেবে দেখার বড্ড ইচ্ছা, আল্লাহ যেন তৌফিক ও সহজ করে দেন, আমিন। 📌ডিফেন্স,ব্যাংকার,উকিল,বীমার এইসব জব এবং হারাম উপার্জনকারী, ছেলে মেয়ে ফ্রী মিক্সিং প্রতিষ্ঠানে জব/ব্যবসা করেন এমন কেউ দয়া করে যোগাযোগ করবেন না। 📌 আমার স্বামীকে পর্দা নিয়ে অনেক কঠোর থাকতে হবে, আমি চাই এই প্রদর্শনের দুনিয়ায় তিনি আমায় সম্পূর্ণ পর্দার আড়ালে লুকিয়ে রাখবেন ইন শা আল্লাহ। যৌথ পরিবার হলে কঠোর পর্দার ব্যবস্থা থাকতে হবে,কোন গায়রে মাহরামের সামনে ঠুনকো অজুহাতে যেন পর্দার খেলাফ না হয় সেই ব্যাপারে পাত্রের দৃঢ় মনোবল কামনা করি,ইন শা আল্লাহ। আমি চাইনা বেপর্দায় চলে ফরজ বিধান লঙ্ঘন করে আমার স্বামী এবং বাবাকে দাইয়ুস বানাতে। ঘরের ভিতরে যদি উনার আপন চাচা,আপন ভাই থাকেন, আপন বোনের স্বামী ও সন্তান মানে যত গায়রে মাহরাম থাকেন না কেন তাদের সামনেও পর্দা করা ফরজ,যেহেতু উনারা আপনার আহলিয়ার জন্য নন মাহরাম, আপনি যদি চান উনি উনাদের সামনে প্রয়োজনে অপ্রয়োজনে নিকাবসহ মানে মূখ ঢাকা ব্যতিত পরিপূর্ণ পর্দা ছাড়া বের হতে হবে, এমন কেউ দয়া করে যোগাযোগ করবেন না। 📌পাত্রী যতদিন বেঁছে থাকবে, ইন শা আল্লাহ কোরআন সুন্নাহ এবং শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করতে চায়।কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে আগ্রহী নন এমন কেউ দয়া করে যোগাযোগ করবেন না। 📌আল্লাহর ভালবাসার দৃষ্টি, দয়া, রহমত ও বরকতে যাতে বিয়ে এবং সংসার জীবনে ভরপুর থাকে তাই ইন শা আল্লাহ সমপূর্ণ সুন্নাহ পদ্ধতিতে বিবাহ করতে চাই এবং ইচ্ছুক।যে বিয়েতে যত খরচ কম সে বিয়ে তত বরকতময়,তাই হাদিসের অনুসারে নিজের বিয়েকে বরকতময় করার ইচ্ছে পোষণ করি এবং (বিয়ের দিন ও পর্দায় থাকতে চাই ইন শা আল্লাহ)। তাই যারা নিজের বিয়েতে প্রচলিত গায়ে হলুদ,বাড়ি রাস্তা লাইটিং,গান-বাজনা,এনগেজমেন্ট,ব্রাইডাল ফটোসুট ও ভিডিও করতে চান এবং বিয়ে ও অলিমা অনুষ্টানে কনেকে পুতুলের মত সাজিয়ে স্টেজে পর্দাব্যতিত সবার সামনে উন্মুক্ত করে এইসব অপচয়,হারাম ও অমুসলিমদের অপসংস্কিৃতিতে বিবাহ করতে চান তারা দয়া করে যোগাযোগ করবেন না। 📌পাত্রী দেখার সময়, আপনার চাচা,বাবা,ভাই,দুলাভাই, যারা আপনার আহলিয়ার জন্য গায়রে মাহরাম তাদের সামনে দেখা যাবে না, একটা আলাদা কক্ষে পাত্রীর জন্য যারা মাহরাম তাদেরে উপস্থিতিতে দেখানো হবে ইন শা আল্লাহ। 📌জাতীয় দিবসগুলো যেমন: ভালবাসা দিবস, বিবাহবার্ষিকী, জন্মদিন ও মৃতুদিন ইত্যাদি পালন করবেন তারা দয়া করে যোগাযোগ করবেন না। 📌 দ্বীনি পড়াশুনা ব্যতীত অন্য দুনিয়াবী যেকোনো চাকরি, ব্যবসা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের কোন ইচ্ছে নেই তবে বর্তমানে পরিস্থিতির জন্য এই সহশিক্ষা মানে দুনিয়াবি পড়ালেখা ছাড়তেও পারতেছি না, আল্লাহ একটা উত্তম ব্যবস্থা করে দিলে হয়তো আমার জন্য এই পড়ালেখা একেবারে ছেড়ে দেওয়া অনেকটা সহজ হতো। তবে আমি আমার পরিবারকে বুঝানোর চেষ্টা করছি, বুঝাতে পারলে এই দুনিয়াবী পড়ালেখা চিরতরে ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। 🍀যারা চান বিয়ের পর স্ত্রী চাকরি/ব্যবসা করবে তারা দয়া করে যোগাযোগ করবেন না। 📌যোগাযোগের প্রথম অবস্থায় পাত্রীর কোন ছবি শেয়ার করা হবে না ইন শা আল্লাহ। পারিবারিক থেকে উভয় পক্ষ আগালে,বিষয়টা বিবেচনা করে দেখা হবে।
NA
যিনি শরিয়াহ মোতাবেক জীবন পরিচালনা করেন, ইনশাআল্লাহ।
৩২ এর ভিতর ইনশাআল্লাহ।
৫ ফুট ৫ ইঞ্চি প্লাস ইনশাআল্লাহ
যেকোনো ইনশাআল্লাহ
অবিবাহিত, ইনশাআল্লাহ। ্
সাধারণ শিক্ষা কিংবা মাদ্রাসা শিক্ষা ইনশাআল্লাহ।
হালাল চাকরি অথবা ব্যবসা ইনশাআল্লাহ।
যেকোনো ইনশাআল্লাহ।
যেকোনো ইনশাআল্লাহ।
সালাফি অথবা হানাফী
♣♣♣যেমন জীবন সঙ্গী আশা করি ইন শা আল্লাহ : এমন একজন সঙ্গী, যিনি দ্বীনদার সৎ চরিত্রবান ও সৎ স্বভাবের একজন মানুষ। একজন প্র্যাক্টিসিং মুসলিম, সহিহ আকিদা লালন করেন, জীবনের সকল ক্ষেত্রে হালাল-হারাম বাচাই করে চলেন, হারাম সেই সবকিছু শুনেন না দেখেন না মুখে বলেন না নজরের হেফাজত করে পর্দা করার চেষ্টা করেন। অনলাইন ও অফলাইনে মাহরাম ও নন মাহরাম মেইনটেইন করে চলেন। সৎ চরিত্রের, সৎ স্বভাবের, দানশীল,ধের্য্যশীল, নম্র ভদ্র, বিনয়ী, নিরঅহংকারী, বদমেজাজি নন এবং সব রকম দুঃখে কষ্টে সদা সর্বদা আল্লাহর ওপর তাওয়াক্কুল করেন। এমন একজন পুরুষ দায়িত্ব কতর্ব্য বোধ সমপূর্ণ ইনসাফ পূর্ণ মানসিকতা। ওয়াইফ এর সুখ দুঃখ কষ্ট নিজের সুখ দুঃখ কষ্ট ভাবতে যিনি পারবেন। এমন একটি পরিবার আশা করি যেখানে নিজের পর্দা ও সম্পূর্ণ দ্বীন চর্চায় পূর্ণ সাপোর্ট / হেল্প পাবো। এমন একজন হাসবেন্ডের আশা যার সাথে থাকলে আমার জান্নাতে যাওয়ার পথ চলা সহজ হবে। যিনি জীবনের প্রতিটা ক্ষেত্রে হালাল হারাম মেইনটেইন করে চলেন। যার হজ্জ করার ইচ্ছা আছে। ফরজ ওয়াজিব বিধানগুলো চর্চায় কোন প্রকার ছাড় দেন না সাথে সুন্নত নফল আদায়ের সবোর্চ্চ চেষ্টা করেন। যিনি দ্বীনি বা ভালো কাজে আমায় উৎসাহ দিবেন সাহায্য করবেন। আমার কোথাও ভুল হলে তা উত্তম রুপে বুঝিয়ে বলবেন বুঝিয়ে বলে শুধরে নিবেন। আত্নীয়তার সমপর্ক ও তাদের হক আদায়ে যত্নবান। যিনি আমার পরিবারকে সম্মান এবং শ্রদ্ধা করবে। ঝগড়াঝাঁটি করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষের উপহাস করা, সমালোচনা, চোগলখোরি, গীবত, পরনিন্দা পরচর্চা, অহংকার প্রদর্শন, ঠাট্টা বিদ্রূপ এবং অন্যের প্রতি কুধারণা করা, এইসমস্ত খারাপ অভ্যাস যার থাকবে না। যিনি পারিবারিক কলহে সুন্নাহ ভিত্তিক সমাধান দিতে সতেষ্ট। যিনি সকল কাজের মতের পথের ঊর্ধে কুরআন সুন্নাহকে সবচেয়ে বেশি অগ্রাধিকার ও দুনিয়ার চেয়ে আখেরাতকে প্রধান্য দেন এবং দিবেন। যিনি নিজে ও আল্লাহর প্রিয় একজন বান্দা হওয়ার চেষ্টা করবেন, ওয়াইফকে ও আল্লাহর প্রিয় বান্দা হতে সাহায্য করবেন। মানুষের সাথে অনর্থক কথাবার্তা ও অনর্থক কার্যকলাপের ব্যপারে যিনি সর্বদা সাবধানতা অবলম্বন করে চলেন, যার কথা-বার্তায়, কাজে কর্মে আমার ইমান ও নেক আমল বৃদ্ধি পাবে। যিনি নিজে ও আল্লাহর কোন অপছন্দের কাজ করবেন না আমায় ও আল্লাহর কোন অপন্দের কাজ করতে দিবেন না। আবারও বললাম, যিনি জীবনের প্রতিটা ক্ষেত্রে, সকল মত,পথ, কাজের ঊর্ধে, কুরআন ও হাদিসে দেয়া প্রত্যেকটা বিধানগুলোকে অগ্রাধিকার দেন এবং দিবেন। যিনি কুরআন ও সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালিত করেন এবং করবেন ইন শা আল্লাহ।
যেকোনো, ইনশাআল্লাহ
দ্বীনদারী
সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা, চুনারুঘাট থানা, আসামপাড়া গাজীপুর
ঐ
ঐ
ঐ
Sorry !! There's no media found for the request !!
Go up