-
নাম
- আইডি নাম্বার :
m202124
- জন্মসাল :
১৯৯৪
- বয়স :
- আমার বায়োডাটা :
- বৈবাহিক অবস্থা :
- জেলা :
-
সাধারণ তথ্য
-
দ্বীনি কার্যাবলি
- নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়?
আলহামদুলিল্লাহ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়।
- নিয়মিত কত ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করা হয়?
পাঁচ ওয়াক্ত
- আপনি কি তাজবিদ অনুযায়ী শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারেন?
জি। আলহামদুলিল্লাহ আমি তাজবিদ অনুযায়ী শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারি।
- আপনি কি গায়রে মাহরাম মেনে চলেন?
হ্যা, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করা হয়
- নফল আমল এর আমাল করা হয়?
জি, আলহামদু লিল্লাহ
- নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন?
না। এসব দেখা হয় না। আলহামদুলিল্লাহ।
- আপনি কি বিয়ের পরে, আপনার স্ত্রীকে হিযাব নিকাব ও গায়রে মাহরাম মেইনটেইন করে পরিপূর্ণ পর্দার সহিত জীবন পরিচালিত করাতে আগ্রহী?
অবশ্যই। ইন শা আল্লাহ।
- আপনার পরিবারে গায়রে মাহরাম মেইনটেইন করে পরিপূর্ণ পর্দার সহিত চলার ব্যবস্থা আছে?
নেই। ইনশা আল্লাহ স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করে দেয়া হবে
- আপনি কি বিয়ের পরে স্ত্রীকে দিয়ে চাকুরি করাতে ইচ্ছুক?
জ্বি। না।
- নিজের দ্বীনি কাযক্রম সম্পর্কে লিখুন :
হাদিস,তাফসির
- আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন :
আল্লামা নুরুল ইসলাম ওলীপুরি দাঃবাঃ আল্লামা আব্দুল মালেক দাঃবাঃ, মুফতি মুস্তাকুন্নাবী দাঃবাঃ
- দাড়ি প্রসঙ্গ : (শুধুমাত্র পাত্রদের জন্য।)
আলহামদুলিল্লাহ সুন্নাহ অনুযায়ী এক মুষ্টি দাঁড়ি রেখেছি।
- আক্বিদা /মাজহাব /মানহাজ :
হানাফি
-
পোষাক পরিচ্ছদ
- বাহিরে পরিপূর্ণ গায়রে মাহরাম মেইনটেইন করা হয়?
জি, আলহামদুলিল্লাহ
- সর্বদা পাঞ্জাবি পায়জামা টুপি পড়েন?
জি। আলহামদুলিল্লাহ
- প্যান্ট—শার্ট বা টি—শার্ট পড়েন?
জি না
- টাকনুর উপরে প্যান্ট/পায়জামা পড়েন?
জ্বি। আমি সর্বদা টাকনুর উপরে পায়জামা পড়ি।
-
শিক্ষাগত যোগ্যতা
- আপনি যে মাধ্যমে পড়াশোনা করেছেন :
কওমি মাদ্রাসা
- শিক্ষাগত যোগ্যতা :
দাওরায়ে হাদিস (মাস্টার্স)
- অন্যান্য ট্রেনিং/পদক/সম্মাননা :
ssc,,, নুরানি ট্রেনিং দুই বার
-
পারিবারিক তথ্য
- পিতার পেশা :
কৃষক
- মাতার পেশা :
গৃহিনী
- বোন কয়জন?
৫ জন
- ভাই কয়জন?
৫ জন
- পরিবারিক অর্থনৈতিক অবস্থা :
নিম্ন মধ্যবিত্ত
-
পেশাগত তথ্য
- আপনি কি কোন বেআইনি, সুদ ভিত্তিক প্রতিষ্ঠান তথা হারাম আয়ের সাথে যুক্ত আছেন?
জি না
- পেশা :
মাদ্রাসাই শিক্ষকতা করি
-
অন্যান্য তথ্য
- আপনার বর্তমান অবস্থান : আপনি বাংলাদেশের বাহিরে অন্য কোন দেশে বসবাসরত হলে দিবেন, প্রবাসী।
বাংলাদেশ
- তার নিজ সম্পর্কে কিছু কথা :
❐ প্রথমে বলি, আমি যেখানে বিয়ে করবো সেখানেই থাকবো। যে বাবা মা মেয়েকে বিয়ে দিয়ে জামাইকে তাদের বাড়িতেই হাসিখুশিমনে রেখে দিতে চান শুধু এমন পরিবারের মধ্যেই দ্বীনদার পাত্রী চাইছি। . আমার বাড়িতে ইসলামিক দিক দিয়ে সমস্যা আছে তাই এমন সিদ্ধান্ত নিছি।পরে যখন আমার তৌফিক হবে বাড়ি বানিয়ে আলাদা হয়ে যাবো। ইন-শা-আল্লাহ . . ❐ জীবনের কিছু কথা : (দ্বীনে ফেরার বিষয়ে) সবাই পড়বেন… . আমি ছোট বেলা থেকেই গ্রামের বাহিরে থাকি, কেননা তখন স্কুল, হাইস্কুল ছিলো অনেক দুরে তাই। মা বাবার আশা ছিলো জেনারেল লাইনে লেখাপড়া করিয়ে ভাল একটা চাকরী করার যাতে অন্যদের মত পরিশ্রম করে কাজ করতে না হয়। . কিন্তু স্কুলে পড়া চলাকালিন ইসলামের বিষয়ে কিছুই জানতাম না শুধু কুরআন পড়া ছাড়া, পর্যাক্রমে পড়তে পড়তে এক পর্যায়ে যখন High School থেকে যে বছর S.S.C পরিক্ষার্থী হলাম, তখন তাবলীগের মানুষদেরকে দেখতাম তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইসলামের শুনিয়ে দাওয়াত দেয়, কোন এক সময় আমাকেও দাওয়াত দেন। . তখন তাদের কথা শুনে আমার খুব ভাল লেগেছে আর মনে হল এই প্রথম আমাকে কেউ এসে ইসলামের কথা শুনালো এবং ভাল জ্ঞান দিলো। . আবার কোন সময় দেখতাম আমাদের গ্রামে একজন হক্কানী পীর আসতো যার নাম শায়খ ইলিয়াস আমিনী তিনি মসজিদে মসজিদে মানুষদেরকে ইসলামের বয়ান করতেন, যার ধরুন দিন দিন এলাকা থেকে বিদআত কমতে থাকে…। . এই পীরকেও আমার ভাল লেগেছিলো। তার সাথে ভাল সম্পর্ক করে কয়েকদিন বিভিন্ন জায়গায় সফর করলাম। তিনি খুব পরহেজগার, তাকওয়াশীল বান্দা ছিলেন, তিনি কোন মুরিদের কাছ থেকে এক পয়সাও নিতেন না বরং নিজের খরচে ইসলামের কাজ করতেন। . যাইহোক সে বছর থেকেই এই পীরের পরামর্শে সামনে চলতাম তবে আমি এখনো মুরিদ হয়নি, ভবিষ্যতে আশা আছে মুরিদ হওয়ার। . এদিকে তাবলিগকে ও ভাল লাগতো ।সে বছরই গায়ে পান্জাবী মাথায় টুপি থাকতো, স্কুলের ছাত্র ছাত্রীরা আমার এই পোষাক দেখে হাসতো, আমি তাদেরকে বুঝানো ছাড়া অন্য কিছু বলতাম না। . আর মাদ্রাসার ছাত্র ও তাবলীগের লোকদের সাথে চলতে চলতে এক পর্যায়ে আমার মনে এই বলে আগ্রহ জন্মায় যে, আমি স্কুলে পড়বো না বরং মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীনি ইলম শিখা ফরজ আদায় করবো। তাদের মত ইসলামের কাজ করবো। . অপর দিকে বাবার আশা, এম.এ. পাশ করিয়ে আর্মিতে ভর্তি করাবেন, কিন্তু সে আশা মাটিতে মিশে গেলো। . বাবার মুখের দিকে তাকিয়ে S.S.C পরিক্ষা দিয়ে সুনামের সাথে পাস করলাম। পরবর্তিতে বাবার কাছে মাদ্রাসায় ভর্তির খবর জানালে, তিনি রাজি হন নাই, এমনকি অনেক সময় আমি বাড়ি ছেড়ে চলে যেতেও হয়েছে, সবাই বলাবলি করে -ছাত্ররা যখন S.SC পাস করে তখন আরো উচ্চ শিক্ষা অর্জন করে ভাল চাকরি করে, High School এতখানি পড়ে কেউ কি মাদ্রাসায় ভর্তি হয়…? . তাদের কথাই কোন কান না দিয়ে কওমীতে ভর্তি হলাম এবং আমার পথে আমি চলতে লাগলাম। অবশেষে নিজ ইচ্ছায় এবং নিজের খরচে পড়তে লাগলাম। . কওমির স্পর্শে পেয়ে তাদের সাথে যোগ দিলাম অর্থাৎ কওমিতে ভর্তি হলাম, তাও আবার মক্তব পাঞ্জমে মানে ক্লাশ Five এ, উস্তাদগন আমাকে এই পরামর্শ দিতেন যে, S.S.C পাস করে Class Five এ ভর্তি হয়ে বলে লজ্জাবোধ করো না কেননা ইলমের ক্ষেত্রে কোন লজ্জা নেই। . তাদের সুপরামর্শে পড়তে পড়তে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়লাম, আলহামদুলিল্লাহ। . আপনাদের দোয়ায় এখন লেখাপড়া শেষ করেছি তবে তা নামে মাত্র। বেশ ভাল স্টুডেন্ট ছিলাম না, আমাকে খারাপ বলতে পারেন। মানে মেধাহীন। . সবার দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সব সময় সঠিক পথে চলার তৌফিক দান করে। আর সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভেতরে থাকতে পারি। . লা ফখর – অহংকার নয়, আল্লাহ আমার হৃদয় জানেন। শুধু আমি নালায়েকের পরিচয়টা আপনাকে দিলাম। . এই চারটি আয়াত খুব প্রিয়, আলহামদুলিল্লাহ . যখন পড়ি আয়াতগুলো , শরীরে একইসাথে ভয় ও আশার একটা শিহরণ বয়ে যায় ! আল্লহ যেন মৃত্যুর সময় এই ডাকটা শুনায় আমাকে ও সকল মুসলিম/মুসলিমা কে : . ﻳَﺎ ﺃَﻳَّﺘُﻬَﺎ ﺍﻟﻨَّﻔْﺲُ ﺍﻟْﻤُﻄْﻤَﺌِﻨَّﺔُ . হে প্রশান্ত মন, . ﺍﺭْﺟِﻌِﻲ ﺇِﻟَﻰ ﺭَﺑِّﻚِ ﺭَﺍﺿِﻴَﺔً ﻣَّﺮْﺿِﻴَّﺔً . তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। . ﻓَﺎﺩْﺧُﻠِﻲ ﻓِﻲ ﻋِﺒَﺎﺩِﻱ . অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। . ﻭَﺍﺩْﺧُﻠِﻲ ﺟَﻨَّﺘِﻲ . এবং আমার জান্নাতে প্রবেশ কর। (সুরা আল ফাজর : (আয়াত 27-30) . সব শেষে দোয়ার দরখাস্ত।
- শখ ও পছন্দ :
কিতাব পড়া
-
ঠিকানা
- স্থায়ী ঠিকানা :
হলহলিয়া, তাহিপুর থানা, সুনাম গন্জ
- বর্তমান ঠিকানা :
ঐ
- নিজস্ব আবাসন :
ঐ
- যেখানে বড় হয়েছেন :
ঐ
-
যেমন জীবনসঙ্গী আশা করেন
- দ্বীনি অবস্থান :
ভালো
- বয়স :
মানানসই
- উচ্চতা সীমা :
মানানসই
- গায়ের রঙ :
শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
- বৈবাহিক অবস্থা যে-রকম হতে পারে :
অবিবাহিত, ডিভোর্স, বিধবা
- শিক্ষাগত যোগ্যতা : (Minimum)
কোরআন পড়া থাকলেই হবে।
- পেশা :
মাদ্রাসার বা জেনারেল পুয়া
- অর্থনৈতিক অবস্থা :
সচ্ছল, উচ্চমধ্যবিত্ত
- পারিবারিক অবস্থা :
সম্মানিত
- মানহাজ/আক্বিদা/মাজহাব :
হানাফি
- জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন :
দ্বীনদার
- পছন্দনীয় জেলা :
সিলেট বিভাগ , ব্রাহ্মনবাড়িয়া, ঢাকা বিভাগ
- সম্পদ/ সামাজিক অবস্থা/ সৌন্দর্য / দ্বীনদারীতা কোনটা সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে আপনি অগ্রাধীকার দেবেন?
দ্বীনদারিত্ব, ফর্সা, সম্পদশালি