Media Gallery
Sorry !! There's no media found for the request !!
m210455
০৭/০৫/১৯৯৭
জ্বী, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্তই পড়ি। ইচ্ছাকৃত কখনো মিছ করি না৷
জ্বী পারি, আলহামদুলিল্লাহ।
আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি। কিন্তু পারিপার্শ্বিক কারণে হয়ে উঠে না। আল্লাহ আমাকে মেনে চলার তাওফিক দান করুক….আমিন।
জ্বী হয়, আলহামদুলিল্লাহ।
আগে মাঝে মাঝে ভালো/সামাজিক/জীবন ঘটিত কিছু সিনেমা/নাটক দেখতাম। বর্তমানে দেখি না৷ তারপরও অনলাইনে ছোট ছোট ক্লিপ সামনে আসলে অনেক সময় দেখা হয়ে যায়। তবে, আমি চেষ্টা করছি একদমই পরিত্যাগ করতে। এছাড়া ইসলামি গান শুনা হয়৷
জ্বী, ইনশাআল্লাহ।
জ্বী। আল্লাহর রহমতে সেই ব্যবস্থা রয়েছে।
এটা উনার ইচ্ছার উপর নির্ভর করবে। আমার থেকে কোন বাধ্যবাধকতা নেই। তবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, পর্দা মেইনটেইন করে কোন হালাল পেশায় উনি যেতেই পারে। রাসূল (স) এর প্রথম স্ত্রী হযরত খাদিজা (রাঃ)-ও একজন সফল ব্যবসায়ী ছিলেন। সুতরাং প্রত্যেকেরই তার যোগ্যতা অনুযায়ী দ্বীন, দেশ ও জাতির জন্য কিছু করা উচিৎ বলে আমি মনে করি৷
অনেক বই, লেখক, আলোচক-ই পছন্দের। তালিকাটা অনেক দীর্ঘ। আমি সবার থেকেই শিক্ষা নিতে চেষ্টা করি। এবং মন্দ কিছু থাকলে এড়িয়ে চলি। কুরআন ও তাফসীর পাঠ করি। আর কামিল( মাস্টার্স সমমান) শ্রেণীতে হাদিস বিভাগ নিয়েই পড়াশোনা করছি।
এই তালিকাটাও অনেক দীর্ঘ। তিনজনের নাম উল্লেখ করাটা কষ্টকর। তবুও আমি করছি, যাদের থেকে আমি ব্যক্তিজীবনে প্রতিনিয়ত উপকৃত হই৷ ১/ ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ২/ ওস্তাজ নোমান আলী খান ৩/ মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি
আমার দাড়ি ছোট। আমি আসলে এখনো পর্যন্ত দাড়ি কাটিনি। যেকারণে বড় হয় না।
আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত (হানাফি)
আমার জায়গা থেকে চেষ্টা করি। প্রয়োজনে কথা বলতে হয় মাঝে মাঝে। তবে, প্রয়োজনের অতিরিক্ত কখনো কথা বলি না।
না। মাঝে মাঝে পড়া হয়
জ্বী, পড়ি। শার্ট, টি-শার্ট নিয়মিত পড়ি৷পান্জাবি পায়জামাও পড়ি যখন ইচ্ছে হয়।
জ্বি। আমি সর্বদা টাকনুর উপরে প্যান্ট পড়ি।
আলিয়া মাদরাসা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। প্রথম শ্রেণি থেকেই মাদ্রাসায় পড়েছি আমি৷কখনো স্কুলে পড়িনি। জেডিসি পরীক্ষা দেই ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে। রেজাল্ট- ৪.০৬। এরপর নবম শ্রেণিতে ভর্তি হই তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখায়৷এখান থেকেই দাখিল-আলিম সম্পন্ন করি। রেজাল্ট ( দাখিল)- ৪.৯৪, (আলিম)- ৪.৯৩। এছাড়াও অনার্সের পাশাপাশি মাদ্রাসাতেও পড়াশোনা কন্টিনিউ করছি। ফাজিল( ডিগ্রি সমমান, ৩ বছরের কোর্স) পাশ করেছি মহাখালী হাজী মরণ আলী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে। রেজাল্ট ( ফাজিল)- ৩.৩৩। বর্তমানে কামিল হাদিস বিভাগে ( ২ বছরের কোর্স, মাস্টার্স সমমান) আবার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখায় ভর্তি হয়েছি।
না
ছাত্র
সাবেক সেনা কর্মকর্তা ( ল্যান্স নায়েক, অবসর ১৯৮৮ সাল)।
গৃহিণী
২ জন
১ জন
মধ্যবিত্ত
সততা, সরলতা ও আদর্শিক জীবন-যাপনের চেষ্টা করি। আমার মধ্যে কোন অস্পষ্টতা নেই৷ সাধারণ ভাবে চলতে ভালো লাগে। হাসি-খুশি থাকি, মনের ভেতর কোন উচ্চাকাঙ্খা নেই। সবর্দা আল্লাহর নিকট পানাহ চাই। আল্লাহ যেন আমাকে সরল ও সঠিক পথে পরিচালিত করেন। বর্তমানে একাডেমিক ও চাকরির পড়াশোনা করছি এবং আপাতত কোন ইনকাম করি না। পরিবারের সবচেয়ে ছোট হওয়ায় তেমন কিছু কেউ করতে দেয়নি কিংবা করা হয়ে উঠেনি। তবে আমি চাই, আল্লাহ যেন আমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন এবং এমন জায়গায় অধিষ্ঠিত করেন, যেন আমি উনার দ্বীনের জন্য, দেশ ও জাতির জন্য সেবা করতে পারি। আল্লাহ আমাকে কবুল করুক…আমিন।
লেখালেখি করতে পছন্দ করি৷ বিশেষ করে ছড়া লিখতে৷ এছাড়াও বই পড়তে এবং ঘুরতে ভালো লাগে।
সত্যবাদী। আল্লাহ ভীরু এবং আখেরাতমুখী৷ধৈর্যশীল, যিনি শত প্রতিকূলার মধ্যেও আদর্শ থেকে বিন্দুমাত্র বিচলিত হবার নয়। যার জীবনের উদ্দেশ্যই হলো জান্নাত।
২০ থেকে ২৫ এর মধ্যে
৫.২ ইঞ্চি থেকে তার উপরে
যেকোনো
অবিবাহিত
নূন্যতম অনার্সে অধ্যয়নরত
ছাত্রী/ হালাল কোন পেশা
মধ্যবিত্ত হলেই ভালো।
মধ্যবিত্ত পরিবার। সামাজিক মর্যাদা সম্পন্ন।
আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত (হানাফি)
সত্যবাদী। আল্লাহ ভীরু এবং আখেরাতমুখী৷ধৈর্যশীল, যিনি শত প্রতিকূলার মধ্যেও আদর্শ থেকে বিন্দুমাত্র বিচলিত হবার নয়৷ প্রয়োজনের অতিরিক্ত উচ্চাকাঙ্খা নেই। আমার মতো সহজ-সরল। মিশুক, যে দুই পরিবারকেই নিজের মতো আগলে রাখবে। আর যার জীবনের উদ্দেশ্যই হলো জান্নাত।
ময়মনসিংহ বিভাগের হলে ভালো।
দ্বীনদারীতা। সামাজিক মর্যাদা। এছাড়া দুজন দু'জনকে পছন্দেরও একটা বিষয় হয়েছে। ইসলাম এটার অনুমতি দিয়েছেন এবং এটা করতেও বলেছেন। রাসূল (সাঃ) বলেন, “তোমাদের কেউ যখন নারীকে বিবাহের প্রস্তাব দেয়, অতপর তার পক্ষে যদি ওই নারীর এতটুকু সৌন্দর্য দেখা সম্ভব হয়, যা তাকে মুগ্ধ করে এবং মেয়েটিকে (বিয়ে করতে) উদ্বুদ্ধ করে, সে যেন তা দেখে নেয়।” (বাইহাকী, সুনান কুবরা : ১৩৮৬৯)। এছাড়াও অন্য আরেকটি সহীহ হাদীসে রয়েছে, আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মহানবী (সাঃ) এর কাছে ছিলাম। এমতাবস্থায় তাঁর কাছে এক ব্যক্তি এসে জানাল যে, সে একজন আনসারী মেয়েকে বিয়ে করেছে। তখন রাসূল (সাঃ) তাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি তাকে দেখেছো?’ সে বললো, না। তিনি বললেন, যাও, তুমি গিয়ে তাকে দেখে নাও। কারণ আনসারীদের চোখে (সমস্যা) কিছু একটা রয়েছে।” (মুসলিম : ৩৫৫০)
শ্রীবরদী উপজেলা, শেরপুর।
শ্রীবরদী উপজেলা, শেরপুর।
শ্রীবরদী উপজেলা, শেরপুর।
শ্রীবরদী উপজেলা, শেরপুর।
Sorry !! There's no media found for the request !!
Go up