Media Gallery
Sorry !! There's no media found for the request !!
m210549
২০০০
২৩ বছর
২৩শে সেপ্টেম্বর, ২০০০
৫ ফুট ৭ ইঞ্চি
৬৩
এ+
আলহামদুলিল্লাহ নেই। সমস্যা বলতে, কখনো বড় পাপ হয়ে গেলে বা বড় পাপ এর তীব্র অপ্রতিরোধ্য সম্ভাবনা থাকলে এতটাই মনখারাপ লাগে যে, দৈনন্দিন কাজসমূহ করতে একটু সমস্যা হয়। সেজন্য টেনশন কমানোর ঔষুধ খেলে ভালো হয়, তবে আলহামদুলিল্লাহ না খেলেও চলে। যদিও এটা ফ্যামিলির ডাক্তার এর মতে তেমন কিছু না, তবুও বললাম। কারন: যার সাথে ইনশাআল্লাহ দুই জীবনেই একসাথে থাকতে চাই, তার থেকে অনু পরিমান কিছুও লুকাতে চাইনা।
আলহামদুলিল্লাহ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়।
দুই ওয়াক্ত
না। আমি তাজবিদ অনুযায়ী শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করতেছি।
হ্যা, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করা হয়
আলহামদুলিল্লাহ। অনেক ইবাদত করার ইচ্ছা কিন্তু খুব সামান্যই করা হয়, যে সামান্য একটু করি, তা জনসম্মুখে বলে সেগুলোর মাহত্ব্য কমাতে চাচ্ছি না। তবে অন্য সব পছন্দ হলে যোগাযোগের সময় ইনশাআল্লাহ বলা যেতে পারে।
মাঝে মাঝে দেখা হয়। তবে একদম ছেরে দেয়ার চেষ্টা চলছে।
অবশ্যই। ইন শা আল্লাহ।
নেই। ইনশা আল্লাহ স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করে দেয়া হবে
জ্বি। না।
খন্দকার আব্দুল্লাহ জাহাংগীর (রাহি), জাকির নায়েক, শায়খ আহমাদুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রমুখ
আলহামদুলিল্লাহ সুন্নাহ অনুযায়ী এক মুষ্টি দাঁড়ি রেখেছি।
কুরআন সুন্নাহ। (সব মাযহাবকে সম্মান করি, কোনো ব্যাপারে একাধিক মত থাকলে যেটাকে ইমাম বুখারি, তিরমিযী(রহ) সহ বড় বড় ইমামগণ ও গ্রান্ড মুফতিগণ কুরআন-হাদিসের বেশি নিকটবর্তী বলেছেন, সেটা গ্রহনের চেষ্টা করি, অন্যমতগুলোকেও সম্মান করি) গোড়ামি একদম পছন্দ নয়
আলহামদুলিল্লাহ সর্বদাই চেষ্টা করি, কাজিনদের সাথে কখনো পারি আবার কখনো পারি না। তবে আমার প্রিয়তমাকে অবশ্যই মাহরাম মানতে হবে। কারন কোনো পরপুরুষ আমার স্ত্রীর সাথে কথা বলবে, এটা ভাবলেই খারাপ লাগে। আর আমিও তার সাথে সাথে পুরোপুরি মাহরাম মানার নিয়্যাতে আছি ইনশাআল্লাহ।
না। মাঝে মাঝে পড়া হয়
বাইরে যাওয়ার সময় প্যান্ট ও পাঞ্জাবি এর সাথে টুপি পড়া হয়। মাঝে মাঝে শার্ট-প্যান্ট এর সাথে টুপি পড়া হয়।
জ্বি। আমি সর্বদা টাকনুর উপরে প্যান্ট পড়ি।
সাধারণ শিক্ষা
BSc ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত (ME, RUET)। আলহামদুলিল্লাহ।
না, আলহামদুলিল্লাহ। পরিস্থিতির স্বীকার হয়ে কােন হারাম টাকা নিতে বাধ্য হলে, তা গ্রহন করি না, বিনা সাওয়াবের আশায় দান করে দেই।।
পেশা বলতে এখন বি এস সি ইঞ্জিনিয়ারিং (ME,RUET) অধ্যায়নরত আর ফ্রিল্যান্সিং এর হালাল কাজ করি, এছাড়া টিউশনি করাই। আর আমি রিজিক নিয়ে চিন্তিত নই। আমি সর্বোচ্চ চেষ্টা করতে থাকবো, আল্লাহ রিজিক দিবেন আর বিয়েটা আমি আল্লাহর পথ দৃঢ়ভাবে আঁকড়ে ধরার নিয়তেই করছি। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আল্লাহ তাকদিরে যা রেখেছেন হালাল উপায়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরে থাকতে চাই ইন শা আল্লাহ।।
অনির্দিষ্ট। এসম্পর্কে বিস্তারিত পেশা অংশে উল্লেখ করেছি।
সরকারি কলেজের শিক্ষক (পদার্থবিজ্ঞান বিভাগ)
রব্বাতুল বাইত
বোন নাই
১ জন
মধ্যবিত্ত
বাংলাদেশ
আমার কাছে ‘নিজের সম্পর্কে বলা’ আসলেই একটু কঠিন; কিবা বলি না বলি।তার চেয়ে ভালো হয়, যাদের সাথে আমি, আমার পরিবার মিলামিশা করি, তাদের থেকে জানার চেষ্টা করলে। তবে আলহামদুলিল্লাহ আমাদের কানে অনাকাঙ্ক্ষিতভাবে নিজেদের নিয়ে যেসব মন্তব্য আসে তা ভালোই আসে। চুপচাপ থাকা পছন্দ করি।কেউ আমাকে কষ্ট দিলেও তাকে কষ্ট না দেওয়ার চেষ্টা করি, তার জন্য দোয়া করি, তবে অন্যায় বা বেইনসাফি,বেদ্বীনে কঠোর হতে একটুও দ্বিধা করি না। সাধারণভাবে জীবনযাপন পছন্দ করি, বিলাসিতা এড়িয়ে চলতে চাই কিন্তু যেটা কিনলে আমাদের দ্বীনপালন আরো একটু সহজ হবে সেটা কেনায় একদম আপোষহীন হতে চাই; খুব বেশি বা খুব কম মিশুক না তবে মাহরাম মেনে মিশুক হওয়ার চেষ্টা করি; অপচয়, ঝগড়া, চিল্লাচিল্লি অপছন্দ করি, নরম-বিনয়ী মানুষদের পছন্দ করি,কাছের মানুষদের অনেক ভালোবাসার চেষ্টা করি, আল্লাহর পথে দ্বীনের পথে ও রসুল(স) এর সুন্নাহ অনুযায়ী সাহাবিদের ন্যায় সারা জীবন কাটিয়ে আল্লাহর অন্যতম প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। যদিও প্রায়ই ভূল হয়ে যায় বা হচ্ছে, ভুলগুলো কষ্ট দেয়,মন খারাপ করিয়ে দেয়। আল্লাহুম্মাগফিরলি। এমন একজনের আশা করি যে আমায় আরো অনেক বেশি দ্বীনদার হতে উৎসাহিত করবে এবং আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হওয়ায় সাহায্য করবে। খুব শখ সে মহান রবের অন্যতম প্রিয় বান্দাদের একজন হওয়ার। আল্লাহ কবুল করুন। আমিন। ইন শা আল্লাহ নিজে সঠিক জিহাদে শহীদ হওয়ার ইচ্ছা রাখি, সন্তানরা দ্বীনের দাঈ ও আল্লাহ রাস্তায় একজন মুজাহিদ হোক এই নিয়্যাত রাখি। হিংসা,গীবত এড়িয়ে চলার চেষ্টা করি, গীবতকে খুব ভয় করি । দ্বীনদার মানুষদের সহবতে থেকে নিজেকে উন্নতি করার চিন্তা ও চেষ্টা করি।আল্লাহ সহায়। একটুতেই রেগে যাওয়া, চিল্লাচিল্লি নিজেও না করার চেষ্টা করি আর এরকম মানুষদের একটু এড়িয়ে চলি এবং তাদের জন্য দু’আ করি।আশা করি আল্লাহ এমন কাউকে আহলিয়া হিসেবে দান করুন যিনি হবেন শান্ত, অনুগত মানুষ। আমার কথা আচরণে কেউ কষ্ট পেলে আল্লাহর ভয়ে খুব খারাপ লাগে, তাই আল্লাহর সন্তুষ্টির জন্যই নিজে বিনয়ী হয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করি। নিজের স্ত্রীকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসতে চাই, তবে সেটা আমার মহান রবের প্রতি ভালোবাসার তুলনায় নগন্য রাখতে চাই। আমার পরিবার ও তার অনেক বেশি(এমনকি নিজের চেয়েও বেশি) যত্ন নেওয়ার দৃঢ় ইচ্ছা রাখি, প্রিয়তমাকে বুকে আগলে রেখে যত্ন করতে চাই ইনশাআল্লাহ। সুন্দর আখলাক যেহেতু অনেক বড় ইবাদত তাই আল্লাহর কাছে সব সময় চাই, তিনি যেন আমাকে আখলাকে হামিদাহ এর সকল গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন এবং আখলাকে যামিমাহ এর সকল বর্জন করার তৌফিক দেন। (আসলে এভাবে অল্প কথা লিখে নিজের চরিত্র উপস্থাপন করা সম্ভব না, আবার কোনো মানুষই নিজের ভুল ও খারাপগুলো সবসময় নিজে ধরতে পারে না।যেমন আমি ই আমার ভুলগুলো নিজে সবসময় বুঝতে পারি না, কেউ আমার ভুল ধরিয়ে দিলে সে ভুল সংশোধনের সর্বোচ্চ চেষ্টা করি। তাই পাত্রীপক্ষকে অনুরোধ করবো, আমার এবং আমার পরিবার সম্পর্কে বিস্তারিত জানবেন এলাকার লোকদের কাছে থেকে, বন্ধুদের থেকে যাদের সাথে আমরা মেলামেশা করি। আর আসলে নিজ সম্পর্কে বললে তো সবাই ভালো দিকই তুলে ধরে।তাই মনে করি নিজে বলার চেয়ে উনারাই হয়ত ভালো বলতে পারবেন যাদের সাথে আমাদের উঠাবসা।)
ইনশা-আল্লাহ হালাল পথে অধিক ইনকাম করে সদকায়ে যারিয়াহ এর ব্যবস্থা করার জন্য অনেক মসজিদ-মাদ্রাসা ও এ জাতীয় কিছু তৈরি করা।
দৃঢ় প্রাক্টেজিং মুসলিমা
আমার কম।
৫ ফুট ১ ইঞ্চি এর সমান বা এর বেশি
আমার মা-খালারা চায় মেয়ে উজ্জ্বল শ্যামলা বা ফর্সা বা উজ্জ্বল ফর্সা হোক ইন শা আল্লাহ। তবে উচ্চদ্বীনদারিতার ক্ষেত্রে শ্যামলা(উজ্জ্বল এর কাছাকাছি) পর্যন্ত শিথিল করবো ভাবছি। আসলে আল্লাহর সকল সৃষ্টিই তো সুন্দর। (সুবহানাল্লাহ!) আর একেকরকম সৌন্দর্য একেকজনের মনে একেকরকম সাড়া সৃষ্টি করে, তাই সৌন্দর্য এর ব্যাপারে বলার কিছু নাই, সেটা ইনশাআল্লাহ পাত্রীকে দেখার পর বলা যাবে।
অবিবাহিতা। ডিভোর্সড হলে আমার সমস্যা নেই, কিন্তু খুব সম্ভবত পরিবার মানবে না।
আমার কাছে দুনিয়াবি শিক্ষা তেমন ফ্যাক্টর না। তার ভিতর মেধা আছে, এটার প্রমান(রেজাল্ট ভালো, সম্পুর্ন কুরআন বা কয়েক পারার হাফেজা বা এরকম কিছু একটা ) ই যথেষ্ট ।মানে মেধা আছে এমন হলেই হলো।
ছাত্রী
আমার কাছে শ্বশুরআব্বু কি করে সেটা বিষয় না, সুদভিত্তিক বা হারাম আয় থেকে দূরে থাকলেই হলো, এমনকি মেয়ে এতিম হলেও সমস্যা নাই, কিন্তু আমার আব্বু চায় তার আত্মীয় এর যেন সামাজিক পদমর্যাদা ও পজিশন থাকে, অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত টাইপের।।
ইন শা আল্লাহ ভদ্র ফ্যামিলি
কুরআন-সুন্নাহ
একজন আল্লাহভীরু মানুষ যেকোনো কিছু করার আগেই ভাববেন যে, এতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন না তো, এরকম তাকওয়া রাখবেন এবং একমাত্র আল্লাহর জন্য সবকিছু করার মানসিকতা, পুরোপুরি পর্দানশীল, ভালোবাসাময়ী, বিনয়ী, দানশীল, ধৈর্যশীল, নরম মনের, দ্বীনের প্রতি ভালোবাসা,স্বামী এবং তার পরিবারের প্রতি ভক্তি শ্রদ্ধা, দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি স্মরণ(যুহুদ), যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এগুলোই তো একজন পুন্যবতী স্ত্রী বা মুসলিমাহর বৈশিষ্ট্য। আল্লাহ ও রসুল(স) কে দুনিয়ার সবকিছুর চাইতেই বেশি ভালবাসতে হবে। স্বামী, সন্তান যেন মুজাহিদ হতে পারেন এইরকম অন্তরে তামান্নাও রাখবেন ইনশাআল্লাহ। **বাবা মার খেদমত এবং সাধ্যমত সেবা এবং বিনয়ী হয়ে কথা বলা সন্তান হিসেবে করি আল্লাহর সন্তুষ্টির জন্যে। বলার অপেক্ষা রাখেনা একজন উত্তম স্ত্রী তার স্বামীর বাবা মা মানেই ভাববেন তার নিজের বাবা মা; আমার বাবা মার প্রতি ভক্তি, সম্মান তথা স্ত্রী ও যদি আমার পরিবারকে আপন করে নিতে পারে তবে একজন ছেলে হিসেবে তা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ বাবা মা যখন ছেলে ও ছেলের বউ উভয়ের প্রতি সন্তুষ্ট তখনিতো সংসার শান্তিময় ইনশাআল্লাহ। উনাদের শেষ বয়সের জীবদ্দশায় বিনয়ের সাথে সেবায় আমার স্ত্রীও যেন আমার সহযোগী হোক এই কামনা করি। অন্যদিকে স্ত্রীর পিতামাতার কাছে আমি জামাই হিসেবে নয় বরং একদম নিজ ছেলের মতোই হতে চাই এবং ছেলে হিসাবেই সব দায়িত্ব পালন করতে চাই, আল্লাহ যেন আমায় কবুল করেন। আমিন। আর আমি চাই,আমার শ্বাশুরি-মা আমায় ইনশা-আল্লাহ আমার আম্মুর ন্যায়ই ভালবাসবেন। আল্লাহ সহজ করুন। আশা রাখি, আমার স্ত্রী অবশ্যই অনুগত হবে এবং ফেমিনিজম চিন্তাধারা থেকে সম্পুর্ন বিরত থাকার গুন থাকা লাগবে। *সুন্নাহ আদায়কারী, নফল রোযা, কিয়ামুল লাইল নিয়মিত আদায়কারী হলে ভালো।এগুলো চেষ্টা করা উচিত।অভ্যাস না থাকলে দুজন মিলে একসাথে চেষ্টা করবো ইনশাআল্লাহ । *আলহামদুলিল্লাহ আমার পরিবারে আম্মু ও আব্বু দ্বীন মানার চেষ্টা করেন।আব্বু আম্মু দুইজনেই সাধারণ ভালো মনের মানুষ । আল্লাহর মেহেরবানিতে বর্তমান ফিতনাহ সম্পর্কে জানেন আর ছাত্রবস্থায় আমার বিয়ে দিতেও ইন শা আল্লাহ চান। এছাড়াও উল্লেখ্য বাসায় দ্বীন তথা পর্দা মেইনটেইন কোন সমস্যা হবেনা ইন শা আল্লাহ। গাইরে মাহরাম বলতে বাসায় আছে আমার ছোট ভাই, আলহামদুলিল্লাহ সে দ্বীন মেনে চলার চেষ্টা করে।তাই আমার স্ত্রীর আশেপাশেও থাকবে না।। আর আমার আত্মীয় যাদের সামনে আমার স্ত্রীর পর্দার বিধান আছে (আমার কাজিন বা মামা-কাকা যেই হোক) তাদের সামনে মুখ খোলা যাবেনা।এতে কেউ কিছু বলবেনা আশা করি;আর বললেও আমি বিনয়ের সাথে আত্মীয়স্বজনদের বুঝিয়ে বলে দিব, গায়রে-মাহরাম দেখার অনুমতি নাই। ‘মহাদামী’ তাই দেখা দেওয়া হয়না । পর্দা মেইনটেইনে তার কোন সমস্যা হবেনা আর সমস্যা হলেও আমি ছায়ার মত পাশে থাকব আল্লাহ চাইলে।আর অবশ্যই পর্দা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। বর্তমানে আফসোসের বিষয় হল পর্দা করেন অনেকেই কিন্তু ফরজ দেখা যায়,রঙিন দৃষ্টিনন্দন কাপড় পড়ে থাকেন।আসলে আমি চাই সে হাত-পা মুজা পড়বে, এমনকি কপাল ভ্রু ঢেকে পর্দা করবে। আর পর্দা তো শুধু পোষাকেই নয়, কন্ঠের পর্দা,হাঁটাচলায় বিনম্রতা,আকর্ষণীয় রং ব্যবহার না করা সবকিছুতেই আছে। * দয়া করে এমন কেউ যোগাযোগ না করাই ভালো যে ছেলের সম্পদ, শিক্ষাগত যোগ্যতা দেখেই পছন্দ করবেন এমন মানসিকতা রাখেন। সত্যিকারের একজন আল্লাহর পথে চলা আমাতুল্লাহ চাই যে কি না উম্মাহকে নিয়ে ভাববে, অন্ধকার ভয়াবহ ফিতনাহর মধ্যেও আমল করে যাবেন মহান রবের সন্তুষ্টি ও সাক্ষাৎ লাভের আশায়। যে উম্মাহ -র জন্য ভাবেন, দ্বীন কায়েমের স্বপ্ন দেখেন এবং শাহাদাতের তামান্না লালন করেন, উম্মাহকে সিংহ সন্তান উপহার দেয়ার মানসিকতা রাখেন। নির্যাতিত মুসলিমদের জন্য যার বুকে রক্তক্ষরণ হয়। কুফরীতে প্রত্যাবর্তনকে আগুনে ঝাঁপ দেওয়ার সমতুল্য মনে করেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন ।সর্বোপরি মডারেট ইসলামিস্ট না, এমন কাউকে চাইছি যিনি দুনিয়ায় উপর দ্বীনকে প্রাধান্য দিয়ে ফানডামেন্টাল ইসলামকে মেনে চলতে চেষ্টা করছেন। ভবিষ্যত প্রজন্মকে সঠিকভাবে তরবিয়তের জন্য প্রয়োজনীয় ইলম ও দূরদর্শী চিন্তাভাবনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রজ্ঞাবান ।তথাকথিত মানুষদের কাছে ব্যাকডেটেড,খ্যাত উপাধিপ্রাপ্ত এরকম কাউকেই আশা করি। ** দানশীল হতে হবে। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার নিয়্যাত রাখবেন আর আমাকেও তাগিদ করবেন।সম্পদ পুঞ্জিভুত করে রাখার মানসিকতা রাখবেন না ইনশাআল্লাহ। যতটুকু প্রয়োজন নিজেদের ও পরিবারের খরচ করে বাকিটা দ্বীনের জন্যে। ** সর্বোপরি কেউ পরিপূর্ণ না। ভূল হতেই পারে। আমার বায়োডাটা দেখে খুব দ্বীনদার ভাববেননা। চেষ্টা করি শুধু আল্লাহর প্রিয় হওয়ার। পারি কখনো আবার কখনো পারি না। তবে আমার রবকে ভালোবাসি আর আমৃত্যু যেন তার প্রিয় বান্দার হওয়ার চেষ্টায় চলতে পারি ইন শা আল্লাহ।প্রত্যেক আদম সন্তানই পাপী, তবে সেই উত্তম যে তাওবা করে।একজন কবুলিয়াত তাওবাকারী হিসেবে আল্লাহর কাছে যেতে চাই। *যেহেতু আমার স্ত্রী ও মানুষ, তারও ভুল হতে পারে বা হবে।এজন্য দ্বীনি তথা দুনিয়াবি আন্ডারস্ট্যাডিং বজায় রাখা,নিজেদের ভুলত্রুটি মাফ করে দেওয়ার মানসিকতা রাখা, পরস্পর ভালোবাসা,সম্মান,এহসান বজায় রাখা।তথাকথিত ফেমিনিজম চিন্তাধারা ও ইগোভাব না থাকা। আর অবশ্যই ঠান্ডা স্বভাবের হওয়া তথা এমন একজন চাই যার সাথে দুনিয়ার জীবন হাসি কষ্ট মুযাহাদা, ত্যাগ, ইবাদাত সবকিছু হাতে হাত রেখে একসাথে চলতে পারি ইন শা আল্লাহ । একদিন আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ) কাঁদছিলেন ৷ তার স্ত্রীও তার সাথে কাঁদতে লাগলেন। – তুমি কেন কাঁদছো? -আপনি কাঁদছেন, তাই আমিও কাঁদছি। আমাদের পূর্বের সালাফদের স্বামী স্ত্রীর মধ্যে কি অপরিসীম ভালোবাসার সম্পর্ক ছিল তা এই থেকেই বুঝা যায়। নিজে অত আমালদার হতে পারিনা যে এরকম কিছু চেয়ে নিব আল্লাহর কাছে তবুও আশা করি আল্লাহ উত্তম কিছু লিখে রেখেছেন ক্ষুদ্র এই বান্দার জন্য। – বিয়ের মাধ্যমে পরস্পর নিজেদের পবিত্র রাখা এবং আল্লাহ সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যেতে পারলেই তো প্রকৃত সফলতা। [নোটঃ দ্বীন মেনে চলেন তবুও আমি এমন কাউকে স্ত্রী নির্বাচনে কখনো প্রাধান্য দিবনা- – বিনয়ী না।অত্যধিক রাগী স্বভাবের।আর যার মধ্যে হায়া/লজ্জা গায়রত কম।যেখানে সেখানে কমেন্ট করে বেড়ানো।ফ্রেন্ডস লিস্টে গায়রে মাহরামের উপস্থিতি। কমেন্টে মেনসনসহ নানান কথাবার্তা পাব্লিকলি বলে বেড়ানো ইত্যাদি। — ফেসবুক/সোসাইল মিডিয়ায় এত বেশি একটিভ যে ঘরে নিজ মায়ের সাথে রান্নার কাজ সহযোগিতা না করা।বাবার সেবা না করা।নিজ পরিবারে সবকিছু আগলে না রেখে শুধু ফেসবুকে বসে থাকা এবং সবশেষে যে শ্বশুর শ্বাশুরির সাথে একত্রে না থাকার ইচ্ছা রাখে কিংবা নিজের পরিবারের মত আপন করে নেওয়ার মানসিকতা নেই এমন কাউকে আশা করিনা ]
উত্তারাঞ্চল হলে ভালো হয়। তবুও তাকদিরে আল্লাহ যেখানেই রাখেন সেখানেই হবে। আল্লাহর কাছে সবসময় কল্যানকরটাই চাই।
দ্বীনদারীতা, সৌন্দর্য, সামাজিক অবস্থা
বগুড়া, রাজশাহী
রাজশাহী মহানগর, রাজশাহী
বগুড়া
বগুড়া
Sorry !! There's no media found for the request !!
Go up